নিউজ ডেস্ক | শুক্রবার,২৮ ডিসেম্বর ২০১৮ :
একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
আইএসপিআর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে। মোতায়েনের দিন থেকে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৩ হাজার ৯শ ৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে।
সেনাবাহিনী জানায় টহলের পাশাপাশি নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে দায়িত্বপ্রাপ্ত টহল টিম। সেইসাথে যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছে।
একাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ২৪ ডিসেম্বর থেকে ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে।