নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ হুমকি দেয়া হচ্ছে।
নাম, ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘আল্লাহু আকবার। এ কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ মুজাহীদিন।’ ০১৮৮০৯০৮৭৩০ এই নম্বর থেকে এ হুমকি দেয়া হয়েছে।
এর আগে দশম সংসদ নির্বাচনে কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল। তবে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি এবারই প্রথম।
এ বিষয়ে ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা অনেকেই আতঙ্কিত। এ কারণে নির্বাচন ভবনের নিরপত্তা বাড়ানো হয়েছে। ইসি ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আরও পড়ুন – পার্থর ফেসবুক আইডি থেকে ড. কামালকে নিয়ে কটূক্তি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর হ্যাকড হওয়া ফেসবুক আইডি থেকে ড. কামালকে নিয়ে কটূক্তি করা হয়েছে। Andaleeve Rahman আইডিটি থেকে ড. কামালের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য করা হয় বলে জানিয়েছেন আন্দালিব রহমান। তবে পার্থর ভেরিফায়েড ফেসবুক আইডি সচল রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আন্দালিব রহমান পার্থ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার হ্যাকড আইডি সচল করে হ্যাকাররা ড. কামাল হোসেনকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতে রয়েছেন। এ ধরনের কোনো স্ট্যাটাস থেকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
এর আগে ১২ ডিসেম্বর রাতে আন্দালিব রহমানের ফেসবুক আইডিটি হ্যাক হয়।
ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে ভোট করছেন বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ।-যুগান্তর