1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

মহাসড়কে বিমান নামিয়ে প্রকৃতির ডাকে গেলেন পাইলট! (ভিডিও)

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ১২৫ পাঠক

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো একটি ভিডিও। যা নিয়ে রসিকতায় মেতে উঠেছে নেটিজেনবিশ্ব। ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের গাড়িগুলোকে পাশ কাটিয়ে দ্রুত বেগে এগিয়ে চলেছে একটি বিমান। কিছুদূর গিয়ে থামল বিমানটি।

ভেতর থেকে পাইলট বের হয়ে প্রাকৃতিক কর্ম সারতে সোজা চলে গেলেন রাস্তার পাশে মাঠে। ততক্ষণে আশেপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর এই ভিডিওটি ধারণ করে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন বিমানের পেছনে আটকে পড়া একটি গাড়ির যাত্রী। ঘটনাটি ঘটেছে আমেরিকার আলাবামা হাইওয়েতে।

ওই ভিডিওতে দেখা গেছে, বিমানে ভেতর থেকে পাইলট বেরিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কর্ম সারতে গেছেন। একে প্রথমে অবাক হন ওই দম্পতিসহ প্রত্যক্ষদর্শীরা। পরে অবশ্য জানা গেছে, ইমারজেন্সি ল্যান্ডিংয়ের প্রকৃত কারণ। এ ভিডিও ভাইরালের পর বক্তব্য দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

তারা জানান, এক ইঞ্জিনের ওই ছোট বিমানটি চালাচ্ছিলেন একজন শিক্ষানুবিশ। এটাই ছিল তার প্রথম ফ্লাইট। বিমানে তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ পাইলট। আলাবামার তাল্লাডেগা মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে দু’জন ওই বিমান ওড়ান। প্রায় ৫ মাইল ভালোভাবে ওড়ানোর পর ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ইঞ্জিন একসময় কাজ করাও বন্ধ করে দেয়। তখনই অত্যন্ত দক্ষতার সঙ্গে আমেরিকার আলাবামার হাইওয়েতে বিমানটির ইমারজেন্সি ল্যান্ডিং করান ওই ছাত্র।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD