হাইকোর্ট ও ইসির আদেশে প্রায় ১৬টি আসনে আটকে গেছে বিএনপি দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। সেই ১৬ আসনের মধ্যে ৮টি আসনে ৩ জন স্বতন্ত্র ও ৫ জন বিকল্প প্রার্থীকে সর্মথণ দিচ্ছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
নতুন করে সমর্থন পাওয়া ৮ প্রার্থী হলেন; ১. ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। ২. জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম। ৩. বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুল। ৪. সিলেট-৫ আসনে মুকাব্বির খান।
৫. মানিকগঞ্জ-৩ আসনে মফিজুল ইসলাম। ৬. চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশীদ। ৭. নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন। ৮. জামালপুর-১ আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল হক।