স্পোর্টস ডেস্ক | রবিবার,৩০ ডিসেম্বর ২০১৮:
এগারোতম ইংলিশ ক্রিকেটার হিসেবে নাইটহুড উপাধিতে ভূষিত হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক।
নতুন বছরের উপহার হিসেবে রানি ভিক্টোরিয়ার দেয়া যুক্তরাজ্যের সর্বোচ্চ এই উপাধি পেলেন ‘দ্যা গ্রেট অ্যালেস্টার’। এ বছর ভারতের বিপক্ষে ওভাল টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানান কুক।
সাদা পোশাকে ইংলিশ জার্সিতে সর্বোচ্চ এই রান সংগ্রাহক। শুধু তাই নয় টেস্ট ক্রিকেটের ৫ম সর্বোচ্চ রানের মালিকও তিনি। এর স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে স্যার ইয়ান বোথামের পর কোনো ক্রিকেটার হিসেবে নাইটহুড উপাধি পেলেন কুক।