August 7, 2025, 5:13 am

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোটের সরঞ্জাম কেড়ে নেয়ার অভিযোগ

Reporter Name 156 View
Update : Sunday, December 30, 2018

নিজস্ব প্রতিবেদক | রবিবার,৩০ ডিসেম্বর ২০১৮:
আওয়ামী লীগের আভিযোগ, ভোটের আগের রাতে দেশের বেশ কয়েকটি জায়গায় বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করছে এবং নোয়াখালীতে একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মেরে ভোটের সরঞ্জাম কেড়ে নিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শনিবার মধ্যরাত ১২টায় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র’ বরদাশত করবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

আব্দুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা যখন এই সংবাদ সম্মেলন করছিলেন, তার কিছুক্ষণ আগে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর