নিউজ ডেস্ক | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯:
শিরোনাম দেখেই আঁতকে উঠার কথা। এমনটা হতেও পারে। আগামী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ পদে আসতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পেছনেও কারণ রয়েছে। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশে আসার পরেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে মিলার জানতে চান যে, নির্বাচনে জিতলে আওয়ামী লীগ কি ড. কামাল বা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রী বানাতে পারেন? এর জবাবে জাত ডিপ্লোম্যাট গওহর রিজভী বলেছিলেন, বর্তমানেও বিরোধী দলের অনেকেই মন্ত্রী আছেন, তাই এটা অসম্ভব নয়।
একই সুরের কথা শনা গেল গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। এতে বলা হয়, ‘বিএনপি পাঁচটি আসন পেয়েছে, আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আমরা সবাই হেরেছি। মহাসচিবকে আমরা অভিনন্দন জানাতে পারি।’ স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘আমরা বারবার বলেছিলাম, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যেতে, কিন্তু বিএনপি মহাসচিব আমাদের কথা শোনেননি। তিনি কিসের আশায় ছিলেন আমরা জানি না।’ এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন ফোঁড়ন কেটে বলেন, ‘শেখ হাসিনা তো আবারও জাতীয় ঐক্যমতের সরকার করবেন। আমাদের মহাসচিব নিশ্চয়ই সেখানে মন্ত্রী হতে যাচ্ছেন। আমরা এজন্য তাকে আগাম অভিনন্দন জানাতে পারি’।
খবর: ভোরের পাতা