নিউজ ডেস্ক | বুধবার, ২ জানুয়ারি ২০১৯:
কক্সবাজারের মহেশখালীতে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ছাত্রলীগের সাত কর্মীরা হলেন – হোয়ানকের বানিয়াকাটা গ্রামের মিজান (২৫), সজিব (২২), মোহাব্বত আলী (২৩), সাকলাইন ইসলাম নিরু (২১), এমরান (২৩), আরিফ (২৫) ও হরিয়ারছড়া কৃষকলীগকর্মী আক্কাস বাঙালি (৩৫)।
ছাত্রলীগের আহত এই সাত কর্মীকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাব চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচন বিষয়ে এ সংঘর্ষের সূত্রপাত।