নিউজ ডেস্ক | বুধবার, ২ জানুয়ারি ২০১৯:
নতুন বছরে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করাই হবে পুলিশ-র্যাবের প্রধান লক্ষ্য। সোমবার রাতে রাজধানীর গুলশান-২ এ থার্টি ফাস্ট নাইটের নিরাপত্তা নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা জানান, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সন্ত্রাস-সহিংসতা-জঙ্গিবাদ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তারা।
উন্মুক্ত জায়গায় অনুষ্ঠানের অনুমতি না থাকায় ঘরোয়া পরিবেশেই সারা দেশে উদযাপন হচ্ছে ইংরেজী নতুন বছর ২০১৯।
থার্টি ফাস্ট নাইটের নিরাপত্তা নিয়ে রাতে রাজধানীর গুলশান-২ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। এসময় র্যাব মহাপরিচালক জানান, ইংরেজি নতুন বছর বরণের উৎসব নির্বিঘ্ন করতে নিশ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, নতুন বছরে মাদক-জঙ্গি নির্মূলে কঠোর অবস্থানে থাকবে র্যাব।
র্যাবের সংবাদ সম্মেলনের পর একই স্থানে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসময় ডিএমপি কমিশনার বলেন, নতুন বছরে মাদক-জঙ্গিবাদ ও সন্ত্রাম দমনে সকল বাহিনীর সমন্বয় কাজ করবে পুলিশ।
নির্বাচন পরবর্তী সহিংসতার কোনো শঙ্কা নেই বলেও জানান, ডিএমপি কমিশনার। কোনো ধরনের অপচেষ্টা হলে কঠোর হাতে তা দমনের হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান মিয়া।