1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 4:26 pm

ব্যবসায়ীর শ্বাসনালী কেটে দিয়ে চলে গেল দুর্বৃত্তরা

News desk | Dhaka24-
  • Publish | Wednesday, January 2, 2019,
  • 130 View

নিউজ ডেস্ক | বুধবার, ২ জানুয়ারি ২০১৯:
যশোর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে মাসুদ কম্পিউটারের সামনে মহিদুল ইসলাম সাফা (৪২) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সাফা আরএন রোড এলাকার এইচএন এন্টারপ্রাইজের মালিক। তিনি আমদানি-রফতানিকারক ছিলেন। সাফা বেনাপোলের ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি যশোর শহরের খালধার রোডে ভাড়া বাসায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী এইচএন এন্টারপ্রাইজের ম্যানেজার মোতালেব হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের মালিক সাফাকে নিয়ে খালধার রোড থেকে ঈদগাহ মোড়ে এসেছিলাম প্রয়োজনীয় তথ্য কম্পোজ করতে।

‘মাসুদ কম্পিউটার’ নামে একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়াই কাজ করানোর জন্য। এই সময় আমার পেছনে সাফা বসে ছিল। পাশ দিয়ে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত সাফার গলায় পোঁচ দিয়ে চলে যায়। আমি কোনো কিছু বুঝে উঠতে পারিনি। সাফা পড়ে যাচ্ছে দেখে আমি তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার শ্যামাপদ জয় বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সাফার শ্বাসনালী কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি অপূর্ব হাসান বলেন, সাফা আমদানি-রফতানি ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণে তাকে খুন করা হয়েছে, সেই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD