1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

তুরাগে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ১০৫ পাঠক

স্বপন রানা,তুরাগ প্রতিনিধি,
রাজধানীর তুরাগের নয়ানগর এলাকায় মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে তুরাগ থানাধীন নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই মোতালেব জানান, সোমবার রাত ৯ টার দিকে তুরাগের ভাবনার টেক এলাকা থেকে ওই কিশোরীকে মোটর সাইকেলে করে তুলে এনে নয়ানগর এলাকায় এক যুবক জোর পূর্বক ধর্ষণ করে। পরে পুলিশ ঘটনা স্থল থেকে আহত ঐ কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, ‘যদিও রাতের আধারে কাউকে চেনা যায়নি । এবং ধর্ষিতা ঐ কিশোরীও ধর্ষককে চিনতে পারেন নাই। পরে এলাকা ও ঘটনাস্থলে তদন্ত করে ধর্ষক যুবককে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, এঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত তুরাগ থানায় হয়নি তবে পুলিশ জানায় এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD