রাসেল খান,
রাজধানীর তুরাগের দলিপাড়া কড়ইতলা নামক এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ৩ টার দিকে জসিমউদ্দিন টু বাউনিয়া রোডে চলাচলরত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এঘটনায় ইজিবাইকে থাকা একই পরিবারের তিন জন আহত হয়। মার কোলে থাকা ৭ বছরের শিশু বাচ্চার অবস্থা আশংকা জনক বলে জানা যায়।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাদের কে উত্তরার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ডিয়াবাড়ী পুলিশ ফাড়ির এএসআই শামীম ঘটনা স্থলে পৌছে ইজিবাইক সহ ইজিবাইকের ড্রাইভারকে ফাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ডিয়াবাড়ীর ফাড়ির এএসআই শামিম জানায়, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌছে গাড়ীর ড্রাইভার সাইদুল এবং বাদলকে আটক করি এবং আহতের খোজ খবর নিচ্ছি।