1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

তুরাগে ডাকাতি করতে এসে হামলা! আহত ৫

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৯০ পাঠক

রাসেল খান,
রাজধানীর তুরাগে তাফালিয়ায় এলাকায় সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বোনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাত দলের ধারালো দেশিও অস্ত্রের আঘাতে ও ককটেল বিস্ফোরণে ৫ জন আহত হয়। প্রতিবেশি ডাকাতদের হামলা প্রতিরোধ করতে শটগান থেকে গুলি চালায়। এতে তিন ডাকাত আহতাবস্তায় পালিয়ে যায়। শনিবার ‍দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে। রোববার দুপুরে সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে পোঁছে সকল আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেন। ডাকাতদের দেশিও অস্ত্রের আঘাতে আবদুল লতিফ বিশ্বাসের বোন জামাই আলী হোসেনকে আশংকাজনক অবস্থায় সিএমএইচে সিসিউতে ভর্তি করা হয়েছে। ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্ত্রীর ভাগিনা নৌবাহিনীর লে.কমান্ডার আব্দুল্লাহ আল মমিন,জনতা ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন আহত হলে সিএমএইচ ভর্তি করা হয়। ডাকাত দলে দুইজন আহতবস্থায় পালিয়ে যায়। ডাকাতরা বাড়ী থেকে কোন মালামাল নিতে পারেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে লতিফা সিদ্দিকী বলেন, আমাদের বাড়ীর পাশে আমার ফুফা সাবেক রেলওয়ে কর্মকর্তা আলী হোসেনের বাড়ী। শনিবার দিবাগত রাত ২টা সময় ককটেলের শব্দে আমাদের ঘূম ভাঙ্গলে পাশের বাড়ীতে ডাকাত ডাকাত হৈচৈয়ের শব্দ শুনতে পেয়ে আমি বটি আর আমার ভাই টুকু বিশ্বাস শর্টগান নিয়ে বাহিরে বের হয়ে টুকু ২ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। এসময় কয়েকজন ডাকাতদের আহতবস্থায় দৌড়ে পালাতে দেখি।

লতিফ বিশ্বাসের বোন ফিরোজা বেগম সাংবাদিকে জানান, বাউন্ডারী দেয়াল টপকে বাড়ীর ভীতরে প্রবেশ করে চার তলা বাড়ীর ২য় তলার ফ্ল্যাটের মূল গেট শাবল দিয়ে গেইট ভাঙ্গে ভিতরে প্রবেশ করার সময় আমাদের সবার ঘূম
ভেঙ্গে যায়। আমার ছেলে আব্দুল্লাহ আল মমিন ডাকাতের প্রতিরোধের চেষ্টা চালালে তার শরীরে ককটেল ছোড়ে মারলে তা বিস্ফোরণ হয়। তার পেট রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়। তাদের সবার হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা সবাইকে এলোপাতারি আঘাত করতে থাকে। আমার স্বামী ও বড় ছেলে আব্দুল্লাহ আল আমিনসহ ৩ জন গুরুতর আহত হয়। আমার হাত কেটে গেছে রক্তা বেের হয় ছেলের বউও সামান্য আহত হয়। তুরাগের উলুদাহা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শফিউল আলম জানান, ডাকাতদের একটি হাতুরি শাবাল ও ১টি মাফলার জব্দ করা হয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট সকল আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশে একাধিক টীম অভিযান চালাচ্ছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD