রাছেল খান,
উত্তরায় বসবাসরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি ঘঠন করা হয়েছে।
উত্তরায় কর্মরত মোট ৪২ জন সাংবাদিকের উপস্থিতি এবং ভোটের মধ্যদিয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্বাচিত এই আহবায়ক কমিটি আগামী তিন মাস দায়িত্ব্য পালন করবেন। রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী সংলগ্ন ভুতের আড্ডা পার্টি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আহবায়ক হিসেবে যুগান্তর পত্রিকার রফিকুল ইসলাম ভোট পেয়েছেন ৩৫ টি,যুগ্ন আহবায়ক হিসেবে সাপ্তাহীক ভিন্ন মাত্র পত্রিকার মাসুম বিল্লাহ পেয়েছেন ২৯ ভোট, জুয়েল আনান্দ(২৭ভোট)
আনন্দ টিভির ঐশী পেয়েছেন ১৯ ভোট, এশিয়ান টিভির শহীদুল ইসলাম পেয়েছেন ১৫ভোট, দৈনিক মানবকন্ঠ পত্রিকার রাছেল খান পেয়েছেন ১৫ভোট, বিজয় টিভির আলাউদ্দিন আল আজাদ পেয়েছেন ১৪ ভোট, মাসুদ পারভেজ পেয়েছেন ১৩ ভোট,