নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ ওয়ার্ডের ভোট ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এছাড়া আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আসনে (কিশোরগঞ্জ-১) ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘ঘোষিত তফসিল অনুসারে, ডিএনসিসি মেয়র পদে ও কিশোরগঞ্জ-১ আসনে ৩০ জানুয়ারি মনোনয়ন জমাদানের শেষ সময়, ২ ফেব্রুয়ারি যাচাই এবং ৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।’
ইসি সচিব বলেন, ‘সংরক্ষিত আসনে ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচন ৩ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। প্রথম ধাপে ভোট ৮ অথবা ৯ মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান। তারপর উপ-নির্বাচন ঘোষণা করে ইসি। কিন্তু সীমানা জটিলতা নিয়ে এক মামলায় এ নির্বাচনে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের এ নিষেধাজ্ঞা শেষ হয়েছে।