নিউজ ডেস্ক | বৃহস্পতিবার,৩১ জানুয়ারি ২০১৯:
অতীতের যেকোনও সময়ের চেয়ে ‘বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা’ এখন অনেক বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিদায়ী আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ বিশ্বব্যাংক প্রতিনিধিদল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন উজ্জ্বল সম্ভাবনাময় অর্থনীতির দেশ। আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। এখন আমরা ঋণ প্রদানকারীর সঙ্গে দর কষাকষি করতে পারি। শর্তপূরণের সক্ষমতা রাখি। তাই বিশ্বব্যাংকসহ সবাই এখন আমাদের ঋণ দিতে চায়।’
এসময় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের নব নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর বব সাউম উপস্থিত ছিলেন।
আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের আরও বলেন, ‘ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশের চাহিদা বোঝেন। আগামী দিনে বাংলাদেশকে সব ধরনের উন্নয়নমূলক কাজে সহায়তা বাড়বে বিশ্বব্যাংক।’
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘মাঝে কিছুদিন খারাপ সময় কাটালেও বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের ভালো সময় যাচ্ছে।’
উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর থেকে বাংলাদেশ বিদেশি উদ্যোক্তাদের আস্থার জায়গা হয়ে উঠেছে বলেও জানান অর্থমন্ত্রী।