রাছেল খান,
রাজধানীর তুরাগের বাউনিয়া পাবনারটেক এলাকায় বাবলী আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তুরাগের পাবনার টেক এলাকার আমজাদ হোসেনের বাড়ী থেকে এই লাশ উদ্ধার করেন তুরাগ থানা পুলিশ।
নিহত বাবরীর চাচা মনির হোসেন জানান, নিহত বাবরী আমার ভাতিজি আমার বড় ভাই বাবুল মিয়া বড় মেয়ে গ্রামের বাড়ী পটুয়াখালি জেলার বাউফল থানার কালাই গ্রামের।
নিহত এ কিশোরী বাউনিয়া আব্দুল জলিল স্কুলে ৮ম শ্রেনী পযর্ন্ত পড়া শুনা করেছে। পারিবারিক দরিদ্রতার কারনে বেশিদুর পড়াশুনা করা হয়নি।
তুরাগ থানার পুলিশ পরিদর্শক এসআই শহিদুল ইসলাম ঘটনা স্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে শিলিং ফেনের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন। লাশটির পাশে একটি চিরকুট পাওয়া গেছে এবং তাতে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না। এসআই শহিদুল জানায়, আমরা প্রাথমিক সুরাতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরারদী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।
এঘটনায় তুরাগ থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকতা।