রাসেল খান,
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. হোসেন (৫৫) ও আব্দুর রাজ্জাক(৪২)। নিহত হোসেন নাটোর থেকে ইজতেমার উদ্যেশে আসেন। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ পড়ার জন্য আশুলিয়া
এলাকায় বাস থেকে নামার পর একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে য়ায়। তার সাথে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে
পাশেই একটি নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানে নিহতের জানাযা সম্পন্ন করা হয়। নিহত হোসেন নাটোর জেলার সিংড়া থানার তুলাপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। অপরদিকে, ইজতেমার মাঠে হৃদরোগ জনিত কারণে আব্দুর রাজ্জাক (৪২)
আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার ডুবাচাইল গ্রামের চান মিয়ার ছেলে।