তুরাগ প্রতিনিধি,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরা বিএনপি’র দুই থানা সভাপতি নৌকার ব্যাজ লাগিয়ে প্রচারণায় নেমেছেন বলে অভিযোগ উঠেছে।
তুরাগ থানা বিএনপি’র সভাপতি আমান উল্লাহ আমান স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মেম্বার ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর নৌকার প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করেছেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তুরাগ থানা বিএনপি’র একটি বিশ্বস্থ্য সূত্র জানায়, কাউন্সিলর প্রার্থীর নাসির মেম্বারের গুড্ডি ও আতিকুল ইসলাম এর নৌকা মার্কার পক্ষে প্রকাশ্যে মিটিং মিছিলে অংশ নিয়েছেন আমান। এ ঘটনায় তুরাগ থানা বিএনপি’র অধিকাংশ নেতাকর্মীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে তুরাগ থানা বিএনপি’র সভাপতি আমান বলেন,আমি প্রকাশ্যেই নৌকা এবং নাসির মেম্বার এর পক্ষে কাজ করব। এতে কে কি বলল তা আমার দেখার বিষয় নয়। প্রয়োজন হলে আওয়ামী লীগে যোগ দিব। আমি কারো বুদ্ধিতে চলি না।
অপরদিকে উত্তরখান থানা বিএনপি’র সভাপতি আহসান উল্লাহ স্থানীয় ৪৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী শফীর পক্ষে প্রচারণায় নেমেছেন ও নৌকা মার্কার ব্যাজ লাগিয়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসে প্রকাশ্যে মিটিং করেছেন। যার স্থিরচিত্র স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে হাতে। এ ব্যাপারে আহসানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ দুটি ঘটনায় স্থানীয় বিএনপি’র অধিকাংশ নেতা প্রতিবেদকের কাছে ক্ষোভ জানিয়েছেন। বলছেন সভাপতি হয়ে এমন কাজ তারা করতে পারেন না। উল্লেখ্য,এ দুজনকে থানার সভাপতি বানাতে নগর উত্তর বিএনপি’র সভাপতি এম এ কাইয়ুম ও স্থানীয় যুবদল নেতা এস এম জাহাঙ্গীর ব্যাপক তোড়জোড় করেছিলেন। ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে তাদের দুজনকে সভাপতি করায় গত দুই বছর থেকে স্থানীয় নেতাকর্মীরা অনাস্থা জানিয়ে আসছে।