রাসেল খান,
রাজধানীর তুরাগ থানাধীন আহালিয়া জামতলা মোল্লাহপাড়া এলাকার রাজউকের খালি প্লটে অবৈধ ভাবে ঘরে উঠা একটি মার্কেটে মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদের ফার্নিচারের দোকান, শাকিলের মোবাইলের দোকান সহ ৫/৬ টি দোকান পুরে যায়।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দিকে আহালিয়া জামতলা মোল্লাহপাড়া এলাকার খেলার মাঠের পূর্ব পাশে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে আহালিয়া জামতলা মোল্লাহপাড়া এলাকায় ১৪ নং সেক্টর খেলার মাঠের পূর্ব পাশে রাজউকের একটি জমির উপর অবৈধ ভাবে ঘরে উঠা একটি স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম মানবকণ্ঠকে জানান, ঘটনার সংবাদ পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে আমরা এখনো জানতে পারিনি। এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি। শফিকুল ইসলাম আরো জানান, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ি-ঘর রক্ষা পায়। আমরা ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া ৫ টি দোকানের সন্ধান পেয়েছি।