রাসেল খান,
পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার উত্তরা উত্তরা প্রেস ক্লাব সোসাইটির সাংবাদিকগন বিনম্র শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।
অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’- এ স্লোগানকে সামনে রেখে মৌলবাদ, কুশিক্ষা, পশ্চাৎমুখিতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণ করেন উত্তরার স্থানীয় সাংবাদিক উত্তরা প্রেসক্লাব সোসাইটির। উক্ত ভাষা দিবসে শ্রদ্ধাা নিবেদন করেন সাংগঠনিক উপদেষ্টা বদরুল আলম মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি রাসেল খান, সাধারন সম্পাদক মাহাফুজুল আলম খোকন, সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন ডালী, সদস্য আবু বক্কর সিদ্দিক (সুমন) প্রমুখ।