নিউজ ডেস্ক । শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯:
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায আহতদের চিকিৎসার খোঁজ নিতে আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।
এর আগে প্রধানমন্ত্রী আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৬৭টি মৃতদেহ উদ্ধার করেছেন।