রাসেল খান,
রাজধানীর তুরাগ থানাধীন নয়ানগর এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তি হলেন সোহেল রানা (২৭) পিতা মৃত নুরুল ইসলাম, সে তুরাগের নয়ানগর এলাকার স্থানীয় বাসিন্দা। ইয়াবা বিক্রি করা অবস্থায় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করেন পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে অভিযানে পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
তরাগ থানা উপ-পরিদর্শক এসআই মুহামেনর জানান, তুরাগের নয়ানগর এলাকার মেইন রোড একটি খালি প্লটের সামনে ইয়াবা বিক্রির খবর পাই এমন তথ্যের ভিত্তিতে আমি সহ সঙ্গীও ফোর্স এএসআই মশিউর রহমান কোনস্টেবল আমিনুল ইসলাম (পিপিএম) সহ অভিযান চালাই ।
আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, সোহেল তুরাগ এলাকায় দৃর্ঘ্যদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।
তুরাগ থানার এসআই মুহামেনুর জানান, মাদক সহ আটকের ঘটনায় মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।