1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

বিমানের ভেতরে গুলি ছুড়েছিলেন আটক ছিনতাইকারী

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯:
ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটির ভেতরে থাকা অস্ত্রধারী গুলি করেছিলেন বলে জানিয়েছেন বিমান যাত্রীরা।

এ সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে বিমানের ভেতরে রেখে কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিমানে যাত্রীদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিমানটির ডানা দিয়ে নামতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সন্দেহভাজন অস্ত্রধারী বিমানটির ভেতরে দুইজন ক্রু-কে জিম্মি করেছিল বলেও জানা গেছে। সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

এদিকে অস্ত্রধারী ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এ নিয়ে বিমানবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হবে বলে জানা গেছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের সম্মিলিত অভিযানে অস্ত্রধারীকে আটক করা হয়।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘কেবিন ক্রু দু’জনকে উদ্ধার করা হয়েছে। বিমানটিতে আর কোনো যাত্রী জিম্মি নেই। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD