খন্দকার শাহিন | সোমবার,২৫ ফেব্রুয়ারি ২০১৯:
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু জোহা মোহাম্মদ আজাদ এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সমিতি প্রাঙ্গনে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কল্যান পরিষদ (ক্রীসকপ) এর আয়োজনে এ, জেড, এম আজাদকে এ সংবর্ধনা দেয়া হয়।
ক্রীসকপ ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো: জাহাঙ্গীর আলম অভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার ইউসুফ আলী, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতি বোর্ডের সদস্য সচিব আসাদুজ্জামান ছিদ্দিকী, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহিউদ্দিন মোশাহিদল্লাহ,ডিজিএম(কারিগরী) আলতাফ গওহর, এজিএম মো: ওয়ালিউর রহমান,মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের এলাকা পরিচালক ইব্রাহিম মাস্টার,ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম শাাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জেনারেল ম্যানেজার এর দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোকপাত করে বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। প্রসঙ্গত, মোহাম্মদ আবু জোহা আজাদের চাকরীর মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসর প্রহণ করেন।