নিজস্ব প্রতিবেদক | সোমবার,২৫ ফেব্রুয়ারি ২০১৯:
বেনাপোলে আড়াই কেজি সোনাসহ আটক ১
ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২.৫ কেজি সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার রাতে শামীম হোসেন (২৮) নামে ওই পাচারকারীকে আটক করে বিজিবি। পাচারকারী শামীম বেনাপোলের দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, ‘বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে শামীমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২.৫ কেজি সোনা জব্দ করা হয়।’
আটক সোনার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়েছে এবং একটি মামলা হয়েছে।