1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ইব্রাহিম

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৮৪ পাঠক

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
মাধবদীতে অবস্থিত নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালনা বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইব্রাহিম মিয়া। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩০ তম সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালকদের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোয়েব আহম্মেদকে হারিয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। এছাড়াও উক্ত নির্বাচনে সচিব পদে আসাদুজ্জামান সিদ্দিকী, সহ-
সভাপতি পদে সামসুদ্দীন আহমেদ ও কোষাধ্যক্ষ পদে নাজমা বেগম নির্বাচিত হয়েছেন। উক্ত চারজনসহ মোট ১২ জনের পরিচালনা পরিষদ আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন। ফলাফল ঘোষনার পরপর সমিতি
পরিচালনা বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম অভি ফুল দিয়ে নতুন সভাপতিসহ অন্যান্যদেরকে বরণ করেন। মোঃ ইব্রাহিম মিয়া মাধবদী এসপি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক ও মাধবদী ক্লাব লিমিটেড’র সহ-সভাপতি এবং নিরাপদ সড়ক চাই(নিসচা)র আন্দোলনের সাথে জড়িত হয়েছেন।
উল্লেখ্য, ১ বছর অন্তর অন্তর নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জাহাঙ্গীর আলম অভি। একই পদে টানা দুই বারের বেশি নির্বাচন করার সুযোগ না থাকায় তিনি এ বছর নির্বাচন থেকে বিরত থাকেন তিনি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD