1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 13, 2025, 5:29 am

সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ

News desk | Dhaka24-
  • Publish | Sunday, March 3, 2019,
  • 127 View

স্পোর্টস ডেস্ক | রবিবার,৩ মার্চ ২০১৯:
সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ
ইনিংস পরাজয় এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছেন সৌম্য সরকার ও মাহমুদ উল্লাহ রিয়াদ। রবিবার ( ৩ মার্চ) ম্যাচের চতুর্থ দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে ৩৪৮ রান করেছে বাংলাদেশ।

সৌম্য সরকার ১৩৭ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৮৯ রানে ক্রিজে রয়েছেন। ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের এখনও ১৩৩ রান করতে হবে। হাতে রয়েছে ৬টি উইকেটে।

এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দলের তাদের হয়ে সর্বোচ্চ ২০০ রানের হার না মানা ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। এটি তার লংগার ভার্সন ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ১৬১ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন টম লাথাম। এছাড়া ১৩২ রানের ঝলমলে ইনিংস খেলেন জিত রাভাল। মিরাজ-সৌম্য নেন ২টি করে উইকেট। এছাড়া মাহমুদ উল্লাহ রিয়াদ ও এবাদত একটি উইকেট নেন।

হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রানে গুটিয়ে গেলেও সর্বোচ্চ ১২৬ রানের নান্দনিক ইনিংস খেলেন তামিম ইকবাল। বাকিরা হন চরম ব্যর্থ। ৫ উইকেট নিয়ে সফরকারীদের গুঁড়িয়ে দেন ওয়েগনার।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD