ডেস্ক রিপোর্ট | সোমবার,৪ মার্চ ২০১৯:
রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটে কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খেজুর ও নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চান সরদার কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৩১০০ মণ পচা খেজুর, ৫ মণ নাসপাতিসহ আরও অনেক পচা খাদ্য জব্দ করা হয়েছে
রবিবার (০৩ মার্চ) দুপুর বারোটা নাগাদ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানে খাবার অযোগ্য বিপুল পরিমাণ ফল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ এসব সামগ্রী আসন্ন রমজান উপলক্ষে মজুদ করে রাখা হয়েছিল বলেও দাবি করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পানিসম্পদ ও মৎস্য অধিদফতরের সহায়তায় র্যাব এই অভিযান পরিচালনা করে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘এখানে বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত অধিকাংশ মালামাল মেয়াদোত্তীর্ণ, জব্দকৃত খেজুর গত বছরের জুলাইয়ে মেয়াদোত্তীর্ণ হয়েছে।’
রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।