রাসেল খান,
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো তুরাগের দলিপাড়া এ এম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকেল ৪ টায় দলিপাড়া এ এম স্কুল এন্ড কলেজে মিলনায়তন প্রঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্কুল কমিটির সভাপতি জাকির হোসেন জিকু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বরাষ্ট্র ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ঢাকা ১৮ আসনের এমপি এ্যাডভোকেট সাহারা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত ৫২ নং ওয়ার্ড কাউন্সিলার তুরাগ থানা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ আহামেদ, তুরাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি হালিম, তুরাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক করিম খান, সড়ক পরিবহন লীগ নেতা মজিবর রহমান খান এ এম কলেজের অধক্ষ্য জাকিয়া সুলতানা ঊষা, তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, জালাল খান, কাইউম খান, সওকত মৃর্ধা প্রমুখ।