1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 2:01 pm

মাধবদীতে সাংবাদিক খন্দকার শাহিনের ৩০তম জন্মদিন উদযাপন

News desk | Dhaka24-
  • Publish | Saturday, March 9, 2019,
  • 195 View

নিজস্ব প্রতিবেদক:
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ সংবাদিক ও মানবাধিকারকর্মী খন্দকার শাহিন এর ৩০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) রাতে মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতির নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। শাহিন মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের সাংগঠনিক সম্পাদক।
এছাড়া তিনি স্থানীয় পত্রিকা সাপ্তাহিক খোরাক এর সহকারী সম্পাদক ও পল্লী টিভি, দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
আনন্দঘন পরিবেশে মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা,ছড়াকার-লেখক ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম মাস্টার।
আরো উপস্থিত ছিলেন, ক্লাবের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন,কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, মোক্তার হোসেন,গোলাপ শাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তাদিন হোসেন, শরীফ হোসেন, শামীম মোল্লা ও মামুন মোল্লা,আল আমিন চৌধুরীসহ আরো অনেকে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD