নিজস্ব প্রতিবেদক । মঙ্গলবার, ১২মার্চ ২০১৯:
শিবপুরে নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ
নরসিংদীর শিবপুরে পুলিশের গুলিতে এক নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ।
আহতরা একই উপজেলার ঘাগটিয়া এলাকার কাইয়ুম মিয়া (৩০), হালিম মিয়া (৪০), রিনা বেগম (২৮), রহমান মিয়া (৪৫) ও হৃদয় মিয়া (১৮)।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আওলাদ হোসেন ও আব্বাস মাদক উদ্ধার ও ঘাগটিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রহমান মিয়াকে আটক করতে অভিযান চালায়। এ সময় রহমানের সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই আওলাদ আহত হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলিবর্ষণ করলে মাদক ব্যবসায়ী রহমানসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী সদর হাসপাতাল ও দুজনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।
ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, মাদক উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের পুলিশ হামলার শিকার হয়।
এতে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এতে ৫ জন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।