রাসেল খান,
শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে আশুলিয়া থেকে ঢাকা যাওয়ার পথে এই একটি প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান , আশুলিয়া বেড়িবাধে ব্রিজের উপর একটি প্রাইভেট কারে আগুন লাগার সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখতে পাই। আমরা আধা ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এঘটনায় (ঢাকা মেট্রো-১৩-৫১৪৪) গাড়ীটি পুরে যায়। গাড়ীতে গ্যাস সিলিন্ডার থাকায় পথচারীদের মধ্যে আতংক বিরাজ করছিল। উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা দক্ষতার সাথে দ্রুত আগুন নির্বাপন করার কারনে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তবে এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কি কারনে আগুন লেগেছে প্রাথমিক ভাবে জানা যায়নি।