ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯:
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে প্রাণঘাতি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের মুসল্লিরা। জুমার নামাজ শেষে হামলার প্রতিবাদ জানান তারা।
এসময় মুসল্লিরা বলেন, মসজিদে এমন হামলা ন্যাক্কারজনক। এ ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জনের নিহতের ঘটনায় দেশটির প্রশাসনের তীব্র সমালোচনা করেন মুসল্লিরা। পরে হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা।