মানিকগঞ্জ | শুক্রবার,১৫ মার্চ ২০১৯:
মানিকগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক।
শুক্রবার সকালে ঢাকা-অরিচা মহাসড়কের নয়াডিঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকাল ৭টার দিকে ঢাকামুখি একটি মুরগিবোঝাই পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখি একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হন। ধারণা করা হচ্ছে নিহতরা মুরগি ব্যবসায়ী।
দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ ভ্যানের চালককে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।