ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯:
২) ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে চাঁদপুরের ৭টি উপজেলা থাকছে। চাঁদপুরের ৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র : একাত্তর টিভি।
৩) চাঁদপুর সদর উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নাজিম বলেন, এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
৪) জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মহসীন খান বলেন, শান্তির জন্যে পরিবর্তন, পরিবর্তনের জন্যে জাতীয় পার্টি।
৫) স্বতন্ত্রপ্রার্থী মিজানুর রহমান বলেন, চাঁদপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো।
৬) চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, কোন ভাবেই পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার অবনতি হতে দেবে না।