সিরাজগঞ্জ | শনিবার, ২৩ মার্চ ২০১৯: সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলোহের জেরে জান্নাতী খাতুন (২০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত জান্নাতী খাতুন সলঙ্গা থানার চড়িয়া শাওপাড়া গ্রামের আল- আমিনের স্ত্রী ও কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধামকৈল গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে গৃহবধুর মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছেন। এর আগে গত রাত শুক্রবার ১১ টায় পুলিশ সলঙ্গা থানার চড়িয়া শাওপাড়া গ্রাম থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে।
নিহতের চাচা শাহিন রেজা পিবিএ’কে বলেন, জান্নাতীর স্বামী আল-আমিনের আগের পক্ষের দুটি সন্তান আছে। দুই বছর আগে আল-আমিন প্রথম পক্ষের স্ত্রীকে তালাক প্রায় ১০ মাস আগে আল-আমিনের সাথে বিয়ে হয় জান্নাতীর। বিয়ের সময় ৭০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় দিনই ঝগড়া লেগেই থাকতো।
গতকাল শুক্রবার ঝগড়ার এক পর্যায়ে আল-আমিন শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে জান্নাতী অভিমানে আত্মহত্যার উদ্দেশ্য বিষপান করেছে বলে স্বামী ও তার পরিবারের লোকজন প্রচার করে। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাতে আল-আমিনের বাড়ি থেকে জান্নাতীর মৃতদেহ উদ্ধার করে। এবং এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের চাচা জানিয়েছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা পিবিএ’কে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি আরো জানান জান্নাতীকে হত্যা করা হয়েছে কি না বা সে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।