রাসেল খান,
রাজধানীর তুরাগের তাফালিয়া এলাকায় গৃহবধু রানু (৪২) কে হত্যা করে ঘাতক স্বামী ফরিদ (৪৫)
ঘটনার পর পর মঙ্গলবার সন্ধায় তাফালিয়া নীলাচল এলাকা থেকে ঘাতক স্বামী ফরিদকে গ্রেফতার করে দিয়াবাড়ী ফাঁড়ি পুলিশ।
পরে ঘাতক স্বামী আদালতে নিজের স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবান বন্দি দেন।
বুধবার (২৭শে এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে ১৬৪ দ্বারা জবান বন্দি দেন। পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে হত্যা করা হয় বলে ফরিদ তার জবান বন্দিতে। মামলার তদন্তকারী কর্মকর্তা দিয়াবাড়ী ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই শফিউল আলম জানান, বিয়ের পর থেকে স্বামী এবং স্ত্রী দুজই
তাফালিয়া এলাকায় বসবাস করতেন। নিহত রানু গৃহীনি এবং ফরিদ তুরাগ এলাকায় ভেন চালাতেন।
স্ত্রী পরক্রিয়ার জের ধরে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। আর তা নিয়ে প্রায় সময়ে সংসারে অশান্তি সৃষ্টি হতো। তাদের পারিবারিক কলহের জের ধরে ২৬শে মার্চ দুপুরে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী স্ত্রী রানুর গলায় চাপ দিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ধমাচাপা দিতে স্ত্রীর লাশ পানিতে ফেলে আসে পাশের লোকজনদের ঝরো করেন
এবং বলেন তার স্ত্রী পানিতে পরে মারা গেছেন।