মাধবদী প্রতিনিধি | সোমবার,০১ এপ্রিল ২০১৯: সংবাদকর্মীদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মাধবদীর সাংবাদিকদের সমন্বয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র মাধবদী থানা শাখার ১৫ সদস্য বিশিষ্টি একটি কমিটি গঠন করা হয়। এসময় কণ্ঠ ভোটে দৈনিক ভোরের পাতা পত্রিকা ও ঢাকা২৪.নেট এর মাধবদী প্রতিনিধি আব্দুল কুদ্দুসকে সভাপতি নিৰ্বাচিত করা হয়। এছাড়া দৈনিক স্বাধীন সংবাদ এর নরসিংদী জেলা প্রতিনিধি মো. আলা উদ্দিন সোহান (ডা. আলাল) কে সাধারণ সম্পাদক,নরসিংদী প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রতিনিধি মো. রাকিবুল হাসান জয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
নরসিংদীর মাধবদীতে সোমবার (১ এপ্রিল) রাইন ওকে মার্কেটে মাধবদী থানা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র নরসিংদী জেলা শাখার সভাপতি ও বেলাব প্রেস ক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নিলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ’র নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), মাধবদী থানা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনির, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নরসিংদী জেলা প্রতিনিধি মো. হুমায়ুন মিয়া, সাপ্তাহিক নরসিংদীর সংবাদ এর মাধবদী প্রতিনিধি হাজী মো. মোক্তার হোসেন।