1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়ে দিয়েছেন উত্তরা ফায়ার সার্ভিস

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ১০৫ পাঠক

রাসেল খান,
রাজধানীর উত্তরায় তিনটি বহুতল ভবনের অবকাঠামো ও অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়ম থাকায় ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহিত করে তিনটি ভবনে ব্যানার টানিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহিত করে ব্যানার টানিয়ে দেন। ঝুঁকিপূর্ণ ভবনগুলো হল ৩ নম্বর সেক্টরস্থ রাজলক্ষী মার্কেট, আমির কমপ্লেক্স ও ৯ নম্বর সেক্টরস্থ আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সফিকুল ইসলাম জানান, আমরা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ৩ টি ভবনকে ব্যানার টানিয়ে দিয়েছি এবং উত্তরা বহুতল ভবন ম্যাসকট ও নর্থ টাওয়ার পরিদর্শন করেছি। পরিদর্শনকালে ভবনের জরুরী নির্গমন সিড়ি,ছাদ,বেইজমেন্ট,বৈদ্যুতিক সাবস্টেশন,জেনারেটার রুমসহ ইত্যাদি পরিদর্শন করি। অগ্নি নিরাপত্তর ব্যবস্থা এক্সিট সাইন,ফায়ার হাইড্রেন্ট,স্প্রিংলার,স্মোক ডিটেক্টর,হিট ডিটেক্টর,পিএ সিষ্টেম,ফায়ার ডোর,ফায়ার এলার্ম,বজ্রপাত নিরোধক যন্ত্র ইত্যাদি আছে কিনা পরিদর্শন করি এবং অগ্নি প্রতিরোধ,অগ্নি নির্বাপন বিষয়ে পরামর্শ দেই। পরিদর্শন শেষে ভবন কর্তপক্ষ কে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জরুরী ভিত্তিতে বাস্থবায়নের জন্য চিঠি দেয়া হয়। এই ধরনের পরিদর্শন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন না করা পর্যন্ত চলমান থাকবে। এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ সহকারী পরিচালক জনাব মানিকুজ্জামান,ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মোঃ আবু জাফর আহমেদ ও মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD