নিউজ ডেস্ক | শুক্রবার,০৫ এপ্রিল ২০১৯:
গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। জিনাত জাহান নিশা নামের ওই তরুণী টি-শার্টে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে আসলে কিসের প্রতিবাদ করতে চেয়েছেন?
বাংলাদেশি এ তরুণী একজন ডিজাইনার। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা)) চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
এর আগে, গত বছর খোঁপার কাঁটায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে গণপরিবহনে নারীদের যৌনহয়রানির প্রতিবাদ জানিয়েছিলেন। এবার নিয়ে এলেন টি-শার্ট।
নিশা বলেন, বাসে, রাস্তায় নিজের সঙ্গে হওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেছিলাম ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখনি দিয়ে খোঁপার কাঁটায়। এবার এলো তা টি-শার্টে।
তবে, তিনি স্মরণ করিয়ে দিতে ভোলেননি, এই টি-শার্ট পরলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে না। তবু তার বিশ্বাস, ‘আমাদের সোচ্চার আওয়াজই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নির্মূল করতে।’