ডেস্ক রিপোর্ট | রবিবার,১৪ এপ্রিল ২০১৯:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার যদুরপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম। সাত্তার একাদশ শ্রেণিতে পড়ত এবং সেলিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সাত্তার ও সেলিম এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। পথে যদুরপাড়া মোড়ে পৌঁছালে ইট ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।