1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে পাটকল শ্রমিকদের রেলপথ অবরোধ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ১৩১ পাঠক

নিজস্ব প্রতিবেদক | সোমবার ১৫ এপ্রিল ২০১৯:
নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে পাটকল শ্রমিকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে সোমবার (১৫) এপ্রিল) চট্টগ্রামের কয়েকটি স্থানে রাজপথ-রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার সকাল থেকে চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন জুটমিলের সামনের সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে করে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। আমিন জুটমিলের ভেতর দিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেললাইনে শ্রমিকরা অবরোধ করায় শাটল ট্রেন বন্ধ রয়েছে।

একই দাবিতে সীতাকুন্ডেও বিক্ষোভ করছে শ্রমিকরা। শ্রমিক নেতারা জানান, বকেয়া বেতন, মজুরি কমিশন, গ্রাচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে সোমবার (১৫) এপ্রিল) থেকে লাগাতার ৯৬ ঘণ্টার মিল ধর্মঘট শুরু হয়েছে।
সকাল ৬ টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। ৯ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত ৯৬ ঘন্টার মিল ধর্মঘট সোমবার থেকে থেকে শুরু হয়।

সকাল থেকে শ্রমিকরা হাফিজ জুট মিলস প্রাঙ্গণে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে। অপ্রীতিকর যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD