রাসেল খান,
রাজধানীর তুরাগের দলিপাড়ায় ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে দলিপাড়া এলাকায় এ শাখাটি উদ্বোধর করা হয়।
নতুন এই শাখাটি সুষ্ঠু ভাবে পরিচালনা এবং দেশের অগ্রগতি ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
ডাচ বাংলা ব্যাংকের উত্তরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক কাজী একরাম উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাচ বাংলা ব্যাংকে এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর আর, এম আসাদুজ্জামান খান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ, আমোন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম মাহাবুব হাসান, আশুতোষ দত্ত, মুসলিম খান প্রমুখ।
আলোচনা শেষে অতিথিগণ ফিতা কেটে শাখা অফিস উদ্বোধন করেন।