1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

নববর্ষ উপলক্ষে আবিদা সুলতানার নতুন গান

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৯১ পাঠক

বিনোদন ডেস্ক | সোমবার ১৫ এপ্রিল ২০১৯:
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা। ‘বৈশাখ এলো রে’ শিরোনামের গানটি শনিবার (১৩ এপ্রিল) ইউটিউবে প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে অনেকদিন পর শ্রোতা-ভক্তদের নতুন গান উপহার দিলেন ‘প্রজাপতিটা যখন তখন’খ্যাত এই গায়িকা।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘বৈশাখ এলো রে’র কথা, সুর ও সঙ্গীত আবিদার নিজের। এছাড়া এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আরাফাত সেতু।

গানটি প্রসঙ্গে আবিদা বলেন, গান থেকে বিরতিতে ছিলাম। ‘বৈশাখ এলো রে’র মধ্য দিয়ে আবারও ফিরলাম। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। ‘আবিদার গান’ নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানেই নিয়মিত আমার নতুন গানগুলো পাওয়া যাবে।’

২০০৭ সালে আবিদা সুলতানার প্রথম গান ‘প্রজাপতিটা যখন তখন’ প্রকাশ পায়। প্রথম গানেই শ্রোতা নন্দিত হন তিনি। গান চর্চার পাশাপাশি বর্তমানে এই শিল্পী একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD