ডেস্ক | সোমবার ১৫ এপ্রিল ২০১৯: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সোমবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এসময় উপস্থিত ছিলেন।
এ সাক্ষাতকালে খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিদেশে দল পাঠানোসহ ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিওএ সভাপতি ও মহাসচিব।
তারা আগামী বাজেটে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনে যাতে যথেষ্ট বরাদ্দ থাকে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।