ভারত-পাকিস্তান ডেস্ক | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯:
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) । আসাম, বিহার, ছত্তিসগড়সহ একাধিক রাজ্যে ভোটগ্রহণ হবে। ভোট হওয়ার কথা ছিল পূর্ব ত্রিপুরাতেও, কিন্তু নিরাপত্তার অভাবে পূর্ব ত্রিপুরার ভোটগ্রহণ বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নিরাপত্তা জনিত কারণে বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরায় ভোটগ্রহণ হবে না। পূর্ব ত্রিপুরায় এ ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচনে নিরাপত্তার বিষয়টিতে বিশেষ জোর দিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোট নিয়েও সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। বারবার নির্বাচন সংক্রান্ত অভিযোগ ওঠায় কমিশনের তরফ থেকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।