মেহেরপুর | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯:
মেহেরপুরে ট্রাকচাপায় অফতাব আলী (৫৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার ( ১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি শাহ দারা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অফতাব আলী সকাল স্কুলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা গেটের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত অফতাব আলী, দারিয়াপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান ছিলেন। তিনি মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলেও জানান ওসি।