কিশোরগঞ্জ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯:
কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- হিলোচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামের বাসিন্দা মিষ্ঠু মিয়া ও সুমন মিয়া। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
হিলোচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ জানান, বোরো জমিতে সেচ দেয়ার জন্য টানানো একটি বিদ্যুতের তার রাস্তার ওপর ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ সংযোগ ছিল না। সকাল ১০টার দিকে কৃষক মিষ্ঠু মিয়া তারটি সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি জানান, তড়িতাহত মিষ্ঠুকে উদ্ধার করতে গিয়ে আহত হন সুমন ও শাহজাহান নামে আরও দুই কৃষক। আশঙ্কাজনক অবস্থায় আহতদের বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।