বিজ্ঞান ডেস্ক | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯:
এরইমধ্যে আমরা ব্লাড মুন, সুপার ব্লাড মুন এমনকি সুপার ব্লাড উলফ মুনের কথাও শুনেছি। কিন্তু এবার জানা গেলো আরও চমকপ্রদ খবর। সম্পূর্ণ নতুন তথ্য নিয়ে হাজির হয়েছেন বিজ্ঞানীরা।
তারা জানিয়েছেন, রাতের আকাশে এবার দেখা যাবে পিঙ্ক মুন বা গোলাপী চাঁদ।
যুক্তরাষ্ট্রের নেভাল অবজারভেটরির বরাত দিয়ে স্পেস ডটকমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্পেস ডটকম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় গোলাপী চাঁদ উদিত হবে। পরদিন অর্থাৎ শনিবার সকাল ৭টা পর্যন্ত তা দৃশ্যমান থাকবে।
জানা গেছে, এটি মূলত এপ্রিলের পূর্ণাঙ্গ চাঁদ। ২০ এপ্রিল সকালে এক ঘণ্টার মতো চাঁদ ও সূর্য আকাশে একইসঙ্গে দেখা যাবে।
এবারের গোলাপী চাঁদ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের পাশাপাশি বাংলাদেশিরাও দেখতে পাবেন। তবে সেজন্য শনিবার ভোরের আকাশে চোখ রাখতে হবে অবশ্যই।
বিজ্ঞানীরা বলছেন, গোলাপী চাঁদের দেখা পেতে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আকাশ পানে চেয়ে থাকতে হবে। আর আকাশ যদি মেঘমুক্ত থাকে তবে অনেকটা স্পষ্টভাবেই চোখে পড়বে এই পিঙ্ক মুন।